×
প্রস্তুতকরণ: আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

আল্লাহর উলূহিয়্যাত তথা আল্লাহই একমাত্র ইলাহ হওয়ার ব্যাপারে ঈমান আনা (বাংলা)

অত্র ভিডিও বক্তব্যটিতে আল্লাহর উলূহিয়্যাত তথা আল্লাহই একমাত্র ইলাহ হওয়ার ব্যাপারে ঈমান আনা, ইলাহ বা মা‘বূদ ও উলূহিয়্যাত শব্দের বিশ্লেষণ, পৃথিবীতে শির্কের উৎপত্তির ইতিহাস, শির্কের ভয়াবহ পরিণতি এবং এ বিষয়ে কুরআনের বিভিন্ন আয়াত ও অনেকগুলো হাদীস পেশ করা হয়েছে। যেমন, আল্লাহ তা‘আলা বলেন, “আসমান এবং জমিনে যদি আল্লাহ ব্যাতীত অন্য কোনো ইলাহ থাকত তাহলে আসমান-জমিন ধ্বংস হয়ে যেত।” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যখন কিছু চাইতে হয় আল্লাহর কাছেই চাও, সাহায্য প্রার্থনা করবে তো তাঁর কাছেই কর।” ইত্যাদি।

Play
معلومات المادة باللغة العربية